ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘কাঠবিড়ালী’ মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কোন প্রকার কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কাঠবিড়ালী’ সিনেমা। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ ডিসেম্বর।

নিয়ামুল মুক্তার গল্পে ‘কাঠবিড়ালী’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন তাসনিমুল তাজ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর।

এর আগে চিলেকোঠার ইউটিউব চ্যানেলে এক মিনিট ১৮ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়। টিজারে গল্পের গভীরতা কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। যেখানে দেখানো হয়েছে মানব-মানবীর চিরায়ত সম্পর্কের নাটকীয়তা। 

সিনেমাটি নিয়ে পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, ‘আমাদের স্বপ্নের সিনেমা কাঠবিড়ালী। এতে যারা কাজ করেছেন, সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। শিগগির দর্শকের কাছে নিয়ে আসব কাঠবিড়ালী।’

এ সিনেমাতে আরও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে সেতু, তানজিনা রহমান প্রমুখ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি