ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবার মৃত্যুবার্ষিকীতে সোহেল আরমানের আবেগঘন স্ট্যাটাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ১৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আজ ১৪ ডিসেম্বর, জনপ্রিয় চলচ্চিত্রকার আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর আজকের এই দিনে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাবার চলে যাওয়ার এই দিনে একটি খোলা চিঠি নিজের ফেসবুকে লিখেছেন তার ছেলে অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান।
তিনি লিখেছেন-

‘বাবা ,
১৪ ডিসেমবর আজ তোমার প্রথম মৃত্যুবার্ষিকি।
ভালো আছো তুমি?
দিনে দিনে কতদিন পার হয়ে গেলো, কতদিন ভালো করে দেখিনা তোমাকে। মাঝে মাঝে ভুলেই যাই তুমি আর নেই , মনে হয় বাইরে কাজে বের হয়েছে একটু পরেই বাড়ি ফিরবে। নাহ তুমিতো ভীষন একা করে রেখে চলে গেছো ওপারে!
আমিইতো একা তোমার খুব কাছে ছিলাম তোমার চলে যাওয়ার সময়। কত আকুতি মিনতি করলাম ... বাবা যেওনা ... শুনলেনা। এ যেন তোমার লেখা গানের মতই ... কত সাধলাম কতগো কাদলাম ... ফিরা আইলানা।
তখনো তুমি অচেতন সুদূর ব্যংকক বামরুনগ্রাদ হাসপাতালের আই সি ইউ তে মরন ঘুমে শুধু তোমার হ্রদয় টা হার মানছে না। ঢিব ঢিব করে ঘড়ির কাটার মত চলছে। আমিও বুক বাধি আশায় এই বুঝি তোমার জ্ঞান ফিরবে ... তুমি চোখ খুলবে ... আমি চিৎকার করে সবাইকে জানিয়ে দেব ... বাবার জ্ঞান ফিরেছে ... বাবা ভালো হয়ে গেছে ..... নাহ তা আর হলে না ... চলেই গেলে সেদিন।
আচছা বাবা শব্দটার মধ্যে এত বিশালতা কেন ? এত মায়া মমতা ভালোবাসা আর এত নির্ভরতা কেন?ছোটবেলা থেকে যতবার শরীর খারাপ হত ততবারই ভাবতাম বাবা এলেই ঠিক হয়ে যাবে। এ কেমন বিশ্বাস আমি জানিনা . আসলেই তাই হত। কিন্তু কখনো ভাবিনি বাবার শরীর খারাপ হলে আমি কি করে ভালো করে দেব তোমাকে ... বাবা এতকিছু শেখালে এটা শেখালে না?
এখন যে দুচোখ বেয়ে কান্না গড়িয়ে পরে তুমি ছারা কে মুছে দেবে বল ... কে এক বুক সাহস এনে দেবে ...
নাহ আর কাদবো না বাবা .... তোমার শেখানো আদর্শেই পথ হাটবো । কে বলে তুমি নেই .... তুমি আছোতো তোমার প্রতিটি
সৃষ্টিতে ....তোমার গল্পে, উপন্যাসে, কবিতায়, গানে, তোমার কালজয়ী সব চলচ্চিত্রে। ওরাই আমাদের পথ দেখাবে .
কষ্টের কান্না মুছে দেবে।
আর লিখতে পারছি না বাবা। চোখদুটো বার বারই ঝাপসা করে দিচ্ছে। আরো আনেক অনেক কথা বলার ছিলো
ভালো থেকো ওপারে।
দোয়া করি আল্লাহ্ তোমাকে বেহেশত নসীব করুন।’

(ফেসবুক থেকে সংগ্রহ)

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি