ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মিস ওয়ার্ল্ড’ জ্যামাইকার টনি আন সিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

এবারের মিস ওয়ার্ল্ড ২০১৯’র সেরার মুকুট উঠল জ্যামাইকান সুন্দরী টনি আন সিং এর মাথায়। দ্বিতীয় রানার আপ হয়েছেন ভারতের সুমন রাও।

লন্ডনে অনুষ্ঠিত হয় এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জমকালো আসর। প্রতিযোগিতার নজর কাড়া অনুষ্ঠানে টনি আন সিংকে মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্ব সুন্দরী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে উইমেন স্টাডিজে পড়ছেন ২৩ বছর বয়সী টনি। কাজ করতে চান নারী ও শিশুদের জন্য।

জ্যামাইকার হয়ে মুকুট জেতা চতুর্থ বিশ্ব সুন্দরী টনি আন সিং এর অবসর কাটে সংগীত চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। জীবনের সবচেয়ে সেরা উপহার হিসেবে মায়ের কথা উল্লেখ করেন টনি, যিনি তার স্বপ্ন পুরণে সব সময় পাশে থাকেন।

এ বছর চূড়ান্ত পর্বে উঠে আসে বিশ্বজুড়ে সেরা ৪০ সুন্দরীর নাম। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা বিশ্ব থেকে মোট ১১১ জন সুন্দরী।

এদিকে, গেল দুইবারের তুলনায় মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসরে খুব একটা ভালো ফল হয়নি বাংলাদেশের। রাফাহ নানজিবা তোরসা সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি। তবে হেড টু হেড চ্যালেঞ্জ রাউন্ডে ১৯ নম্বর গ্রুপে বিজয়ী হন তিনি। পরে হেড টু হেড চ্যালেঞ্জের ফাইনালে ভারতের সুমন রাওয়ের কাছে হেরে যান তোরসা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি