ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুভ জন্মদিন মম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম’র জন্মদিন আজ। বছরের এই একটি দিনে সাধারণত মম কোন শুটিং রাখেন না। দিনটিতে তিনি তার মা’কে সময় দেন। তার একমাত্র ছেলে উদ্ভাসের সঙ্গেও সময় কাটান।

এ বিষয়ে মম বলেন, ‘জন্মদিন অন্যান্য আর সব সাধারণ দিনের মতোই কাটবে। তবে এই দিনটি একান্তই আমার দিন। দিনটিতে আমি আমার মতো সময় কাটানোর চেষ্টা করি। একটি সময় আমি আমার আম্মা এবং আমার সন্তানের সঙ্গে সময় কাটাই। এই সময়টা আমার জন্মদিনের বিশেষ সময়।’

এদিকে মম এরইমধ্যে শেষ করেছেন অঞ্জন আইচের নির্দেশনায় ‘আগামীকাল’ সিনেমার কাজ। নতুন এ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মম।
তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে রায়হান রাফির ‘দহন’। তবে অরুণ চৌধুরীর ‘আলতাবানু’ সিনেমায় অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন এই অভিনেত্রী।

এদিকে এরইমধ্যে মম নজরুল ইসলাম রাজুর নির্দেশনায় ‘ঘরে বাইরে’ ধারাবাহিকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন মম’র সঙ্গে অভিনয়ের সেরা জুটির নায়ক জিয়াউল ফারুক অপূর্ব।

মম’র জন্মদিনে একুশে পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। শুভ জন্মদিন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি