ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওমরাহ পালন করলেন পূর্ণিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:৩৭, ৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সব ব্যস্ততা রেখে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় ওমরাহ হজ পালন করেছেন তিনি। মা ও মেয়েকে নিয়ে কাবাঘর তওয়াফ করেছেন এই নায়িকা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সোশ্যাল হ্যান্ডেলে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।

ছবিটিতে দেখা গেছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। একটা সাদা রঙের বোরকা পরে আছেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা।

এদিকে তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন নায়িকা।

ব্যক্তিজীবনে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি