বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের নাটকে সেলিম ও ছবি
প্রকাশিত : ১১:৪৪, ৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ১২:১৩, ৭ জানুয়ারি ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘সত্য গল্পের অসত্য উপাখ্যান’।
পান্থ শাহরিয়ারের রচনায় এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান এবং নাটকটি পরিচালনা করেছেন মাসুদ চৌধুরী।
মুক্তিযুদ্ধের সময় একজন নারীকে পুড়িয়ে মেরে ফেলে তার স্বামী। এ সত্য ঘটনাকে অবলম্বন করে নাটকটির গল্প তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ফারজানা ছবি। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়।
এতে অভিনয় প্রসঙ্গে সেলিম বলেন, ‘গল্পের কারণেই নাটকটি দর্শকের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে।’
ফারজানা ছবি বলেন, ‘গল্পপ্রধান নাটকেই অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি বেশি। এ নাটকটিও তেমনই। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে।’
অন্যদিকে এ দুই অভিনয়শিল্পী এক খণ্ড এবং ধারাবাহিক নাটকে সমানতালে অভিনয় করে যাচ্ছেন।
নাটকটি প্রচার হবে ১১ জানুয়ারি রাত ৯টায়।
এসএ/