ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

যাদের হাতে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৪ জানুয়ারি ২০২০

কিছুদিন আগেই হয়ে গেল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান। বিচারকদের রায়ে সেখানে পুরস্কার উঠেছিল বিজয়ীদের হাতে। এবার বিচারকদের আসনে বসেছেন চলচ্চিত্র সমালোচকরা। তাদের রায়ে দেয়া হয়েছে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড। এখানেও জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এবং প্যারাসাইটের জয়জয়কার।

ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বারকার হ্যাংগারে এ সোমবার বসেছিল ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের ২৫তম আসর।

এক নজরে দেখে নিন কাদের হাতে উঠলো পুরস্কার-

সেরা চলচ্চিত্র : ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড
সেরা অভিনেতা : জোয়াকুইন ফোনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী : রেনে জেলওয়েগার (জুডি)
সেরা সহ অভিনেতা : ব্র্যাড পিট ( ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা সহ অভিনেত্রী : লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা নবাগত অভিনেতা/অভিনেত্রী : রোমান গ্রিফিন ডেভিস (জোজো র‍্যাবিট)
সেরা পরিচালক : স্যাম মেন্ডেস (১৯১৭) এবং বং জুন হো (প্যারাসাইট)
সেরা মৌলিক চিত্রনাট্য : কোয়েন্টিন টারান্টিনো (ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) : গ্রেটা গারউইগ (লিটল ওমেন)
সেরা সিনেমাটোগ্রাফি : রজার ডিয়াকিনস (১৯১৭)
সেরা সম্পাদনা : লি স্মিথ (১৯১৭)
সেরা পোশাক ডিজাইন : রুথ ই কার্টার (ডলমাইট ইজ মাই নেম)
সেরা হেয়ার স্টাইল ও মেকআপ : বোম্বশেল
সেরা ভিজ্যুয়েল ইফেক্ট : অ্যাভেঞ্জারস: এন্ডগেম
সেরা অ্যানিমেটেড ফিচার সিনেমা : টয় স্টোরি ফোর
সেরা অ্যাকশন সিনেমা : অ্যাভেঞ্জার্স: এন্ডগেম
সেরা কমেডি : ডলমাইট ইজ মাই নেম
সেরা সাইন্স ফিকশন/হরর সিনেমা : আস
সেরা বিদেশী ভাষার সিনেমা : প্যারাসাইট
সেরা গান : লাভ মি অ্যাগেইন (রকেটম্যান) এবং নো প্লেস লাইক হোম (ওয়াইল্ড রোজ)
সেরা স্কোর : হিলদার গুওনাদোত্তির (জোকার)
সেরা ড্রামা সিরিজ : সাকসেশন (এইচবিও)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : জেরেমি স্ট্রং (সাকসেশন)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : রেজিনা কিং (ওয়াচম্যান)
সেরা কমেডি সিরিজ : ফ্লিবাগ
সেরা লিমিটেড সিরিজ : হোয়েন দে সি আস (নেটফ্লিক্স)
টেলিভিশনের জন্য নির্মিত সেরা সিনেমা : এল কামিনো: অ্যা ব্রেকিং ব্যাড মুভি (নেটফ্লিক্স)
সেরা অ্যানিমেটেড সিরিজ : বোজ্যাক হর্সম্যান (নেটফ্লিক্স)
সেরা টক শো : দ্য লেট লেট শো উইথ জেমস করডেন (সিবিএস) এবং লেট নাইট উইথ সেঠ মেয়ারস (এনবিসি)।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি