ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

ঢাকায় আজ মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

একসঙ্গে আজ ঢাকায় মুক্তি পাচ্ছে হলিউডের দুটি সিনেমা। সিনেমা দুটির মধ্যে রয়েছে ‘ব্যাড বয়েজ’ সিরিজের ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ ও রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ‘ডুলিটল’। আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমা দুটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে।

হলিউডের জনপ্রিয় মুভি ‘ব্যাড বয়েজ’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। সিরিজের প্রথম এ সিনেমাটি সে সময় বেশ সাড়া জাগিয়েছিল। পরের সিনেমা ‘ব্যাড বয়েজ টু’ মুক্তি পায় ২০০৩ সালে। সেটিও দর্শকদের মন জয় করে। এরপর দর্শকরা অপেক্ষায় ছিলেন পরের কিস্তির জন্য। অবশেষে প্রায় ১৬ বছর বিরতির পর পর্দায় এলো সিরিজের তৃতীয় কিস্তি ‘ব্যাড বয়েজ ফর লাইফ’।

প্রথম দুই সিনেমার পরিচালক ছিলেন হলিউডের এই সময়ের জনপ্রিয় পরিচালক মাইকেল বে। তবে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ সিনেমা পরিচালনা করছেন আদিল এল আরবি এবং বিল্লাল ফালাহ। সিনেমাতে অভিনয় করেছেন ভেনেসা হাজেন্স, ডিজে খালেদ, চার্লস মেল্টন, অ্যালেক্সান্ডার লাডউইগ প্রমুখ।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি