ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

আনকাট ছাড়পত্র পেলো ‘গণ্ডি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৮ জানুয়ারি ২০২০

আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ফাখরুল আরেফীন খানের সিনেমা ‘গণ্ডি’। গত বৃহস্পতিবার এটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

অবসরে থাকা দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়- এমনই এক গল্প নিয়ে এগিয়েছে ‘গণ্ডি’র কাহিনী। রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাতে গান রয়েছে মোট তিনটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও দ্বীপ। গড়াই ফিল্মস প্রযোজনায় ‘গণ্ডি’র আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও এতে অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।

আনকাট সেন্সর ছাড়পত্র প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় সবাই আনন্দিত। সেন্সরবোর্ড সদস্যরা এটি দেখার পর বেশ প্রশংসা করেছেন এবং আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছেন। এখন সিনেমাটির মুক্তি প্রক্রিয়ায় আর কোনো বাঁধা থাকলো না।’

তিনি আরও বলেন, ‘যখন থেকে ‘গণ্ডি’র দৃশ্যধারণ শুরু হয় তখন থেকেই এটি দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছে। তাদের অপেক্ষার পালা শেষ। আমাদের ইচ্ছা, আগামী ফেব্রুয়ারিতেই সিনেমাটি মুক্তি দেওয়ার।’
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি