ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোটের দিন কোথায় গেলেন তারকারা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৩১, ১ ফেব্রুয়ারি ২০২০

ভোটের দিন তারকারা এক অনুষ্ঠানে যোগ দিতে ভোলায় যান- সংগৃহীত

ভোটের দিন তারকারা এক অনুষ্ঠানে যোগ দিতে ভোলায় যান- সংগৃহীত

Ekushey Television Ltd.

আজ শনিবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন’র (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটের দিন সকালেই ঢাকা ছেড়ে ভোলার উদ্দেশ্যে উড়াল দিলেন ঢালিউডের একঝাঁক তারকা শিল্পী। 

ভোলার চরফ্যাশন সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশ নিতেই তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ হেলিকপ্টারে করে ভোলার উদ্দেশ্যে উড়াল দেন। এতে রয়েছেন শাকিব খান, রিয়াজ, সাইমন সাদিক, মৌসুমী, পপি ও তমা মির্জা।

এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ দশ বছর পর এক সঙ্গে মঞ্চে মাতাবেন শাকিব খান ও পপি। আজ বিকেলে চরফ্যাশন সরকারি কলেজের অনুষ্ঠানের মঞ্চে নিজেদের অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ করবেন এক সময়ের জনপ্রিয় এ জুটি। তাদের সঙ্গে আরও মঞ্চ মাতাবেন সাইমন ও তমা মির্জা।

অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়িকা মৌসুমী বলে নিশ্চিত হওয়া যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নায়ক রিয়াজ। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি