ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতির পিতার মায়ের চরিত্রে দিলারা জামান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২০

দিলারা জামান

দিলারা জামান

Ekushey Television Ltd.

নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত হতে হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান। মূলত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিংও সম্পন্ন করেছেন দিলারা জামান। এমন একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ খুশি একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
 
জানা গেছে, হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে পাঁচ কোটি টাকায় নির্মিত হচ্ছে‘চিরঞ্জীব মুজিব’। ছবিটির পৃষ্ঠপোষকতায় আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ইতিমধ্যে হায়দার এন্টারপ্রাইজের সঙ্গে সিকদার গ্রুপের একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুসারে, স্পন্সর সংস্থা প্রযোজনা সংস্থাকে দুটি সমান কিস্তিতে পুরো পরিমাণ টাকা সরবরাহ করবে। আর চলচ্চিত্রটির বাণিজ্য, প্রদর্শনী ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে জমা দেয়া হবে।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি