ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিফাত-মিন্নি-নয়ন বণ্ডের ঘটনা অবলম্বনে ‘পরাণ’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

প্রকাশ পেল ‘পরাণ’ সিনেমাটির টিজার। বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানকে নিয়ে নির্মিত সিনেমাটির টিজারেই দেখা মিলেছে চমক। প্রকাশের পরপরই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শাহজাহান সৌরভের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।

গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) টিজার প্রকাশের পরই এটি নিয়ে আলোচনা শুরু হয়। শুরুতেই জানানো হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘পরাণ’। তবে কোন ঘটনা বা কার ঘটনা তা বলা হয়নি।

কিন্তু টিজার প্রকাশের পর অনেকেই ধরণা করছেন দেশের আলোচিত বরগুনার রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে ‘পরাণ’ নির্মিত হয়েছে। তবে এ বিষয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা মুখ খুলছেন না।

পরিচালকের দাবি, রিফাত-মিন্নির ঘটনা নিয়ে ‘পরাণ’ নির্মিত নয়। মূল রহস্য সিনেমাটি দেখলেই দর্শক জানতে পারবেন।

‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস।

জানা যায়, ময়মনসিংহে টানা ৩১ দিন ‘পরাণ’র শুটিং হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে এটি। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজের। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের প্রশংসা পান। তার দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ মুক্তি পায় গত বছর।

এদিকে, মিমকে সর্বশেষ ‘সাপলুডু’ এবং ইয়াশকে তার দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র মধ্য দিয়ে বড় পর্দায় দেখা গেছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি