ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয় জুড়ে’র মুক্তি ২৮ ফেব্রুয়ারি

আউয়াল চৌধুরী

প্রকাশিত : ২০:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২৩:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

কলকাতার প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের সাখাওয়াত হোসেন নিরব অভিনীতি চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’ এ মাসেই মুক্তি পাচ্ছে। চলতি মাসের ২৮ তারিখে সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।

রফিক শিকদার পরিচালিত এ চলচ্চিত্রটির মুক্তির জন্য ইতোমধ্যেই প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করা হয়েছে। নির্মাতা রফিক শিকদার বলেন, ‘হৃদয় জুড়ে ভালোবাসার ছবি। ছবিটির মুক্তির তারিখটি ইতোমধ্যে প্রযোজক সমিতিতে তালিকাভুক্ত করেছি। এখন থেকে ছবিটির প্রচার প্রচারণা শুরু করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো ভালো হলগুলোতে ছবিটি মুক্তি দেব। যেন পরিবার নিয়ে সবাই ছবিটি দেখতে পারে। আশা করি ‘হৃদয় জুড়ে’ দর্শকদের নিরাশ করবে না।’ 

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে নির্মিত ‘হৃদয় জুড়ে’র চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ছবিটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক রুবেল। একটি মৌলিক গল্পের চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’। এতে আরও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ।
 
চলতি বছরের ৬ জানুয়ারি সেন্সর সনদ পায় চলচ্চিত্রটি। ইতোমধেই অনলাইনে প্রকাশিত এর পোস্টার, গান ও টিজার বেশ প্রশংসিত হয়েছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি