ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাড়পত্র পেলো মাহি-শিবলীর ‘মন দেব মন নেব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সেন্সর ছাড়পত্র পেয়েছে মাহিয়া মাহি ও শিবলী নওমান অভিনীত নতুন সিনেমা ‘মন দেব মন নেব’। সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্রে নবাগত পরিচালক রবিন খান। এর আগে টিভি মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। এবার সেই গণ্ডির বাইরে এসে বড় পর্দার দর্শকদের জন্য নির্মাণ করেছেন ‘মন দেব মন নেব’ চলচ্চিত্রটি।

সিনেমাটিতে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিবলী নওমান।

সিনেমাটির চিত্রনায়ক শিবলী বলেন, ‘এমন একটি ভালো সিনেমাতে কাজ করার জন্য অপেক্ষায় ছিলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে।’

অপরদিকে মাহি বলেন, ‘সিনেমাটিতে রোমান্টিক দৃশ্যের বাহিরেও বেশকিছু অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবে।’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ সিনেমাতে আরো অভিনয় করেছেন- কবরী, সুব্রত, মারুফ, চৈতী, গাজী রাকায়েত, সমাপ্তি প্রমুখ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি