ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘আমার মা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মুক্তির ছাড়পত্র পেলো ডি এ তায়েব-ববি অভিনীত চলচ্চিত্র ‘আমার মা’। গত ২৪ ফেব্রুয়ারি শাহরিয়ার নাজিম জয়ের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা বেগম। এস জি প্রডাকশনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মূল গল্প একজন গর্ভধারিণী মা’কে কেন্দ্র করে।

‘আমার মা’ চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাচ্ছে, এমনটা জানালেন প্রযোজনা সংস্থার চেয়ারম্যান মাহবুবা শাহরীন। তিনি বলেন, ‘সিনেমাটি শুধু দেশে নয়, বিশ্বব্যাপী দর্শকদের নাড়া দেবে। কারণ, এর গল্প এগিয়েছে মমতাময়ী এক মা’কে ঘিরে।’

এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, তামান্না, সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হোমায়রা হিমু, কল্যাণ কোরাইয়া, সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী, শিশুশিল্পী টুনটুনিসহ বাংলাদেশ পুলিশের বেশ ক’জন কর্মকর্তা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি