ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আনকাট ছাড়পত্র পেল পরী-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত বহুল আলোচিত এ সিনেমাটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা দেখার পর বিনা কর্তনে ছাড়পত্র দেন।

এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির জানান, বৃহস্পতিবার সেন্সর বোর্ডের সবাই সিনেমাটি দেখেছি। এটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। 

তিনি বলেন, ‘‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি প্রশংসার দাবি রাখে, এর গল্প আর নির্মাণ সব কিছু পরিপূর্ণ মনে হয়েছে আমার কাছে।’

সেন্সর বোর্ডের সদস্য এবং প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, বৃ্হস্পতিবার ‘বিশ্বসুন্দরী’র সেন্সর বোর্ডে প্রদর্শন হয়। সিনেমাটি দেখার পর সবার অনুমতি’তে আনকাট সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছে। আমার কাছে দর্শক মুগ্ধ হওয়ার মতো একটি পরিপূর্ণ সিনেমা মনে হয়েছে।’

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এখন সব জটিলতা কাটিয়ে মুক্তির দিন ঠিক করার অপেক্ষায় নির্মাতা। 

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’তে সিয়াম আহমেদ ও পরীমনি ছাড়া অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরা মিঠুসহ আরও অনেকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি