ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

করোনায় কান চলচ্চিত্র উৎসব স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ২১ মার্চ ২০২০

করোনার আধিপত্যে থমকে গেছে ফ্রান্স। ফলে এবার স্থগিত হয়েছে ৭৩তম ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৯ মার্চ এক ই-মেইল বার্তায় এবারের উৎসব পিছিয়ে দেয়ার কথা জানান আয়োজকরা।

প্রতি বছরের মে মাসে ১২ দিনের জন্য বিশ্বের সিনেপ্রেমীরা হাজির হন দক্ষিণ ফরাসি উপকূলের কান শহরে। কিন্তু এবার আর এ সময়ে উৎসবটি হচ্ছে না।

ই-মেইলে কানের আয়োজকরা উল্লেখ করে বলেন, ‘বিশ্বব্যাপী চরম সংকট দেখা দিয়েছে। এ সময় আমরা কোভিড-১৯ আক্রান্তদের কথাই ভাবছি বেশি। যারা এ ভাইরাসের সঙ্গে লড়ছেন তাদের সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাই এবারের আয়োজন আমরা পিছিয়ে দিচ্ছি। আয়োজনটি জুনের শেষে এবং জুলাইয়ের শুরুতে করার ইচ্ছে আছে। তবে সবকিছু নির্ভর করে বিশ্বের সার্বিক পরিস্থিতির ওপর। নতুন কোনো সিদ্ধান্ত হলে আমরা সেটি সময়মতো জানিয়ে দেব।’

উল্লেখ্য, কান স্থগিত করার ঘটনা এবারই প্রথম নয়। ১৯৩৯ সালে প্রথম আসরে ‘হাঞ্চব্যাক অব নটরডেম’ প্রদর্শনের পরদিন উৎসবটি বাতিল করা হয়। কারণ, ওই বছরের ১ সেপ্টেম্বর পোল্যান্ডে হামলা চালায় হিটলার বাহিনী। এ কারণে ১৯৪৬ সালকে ধরা হয় কানের প্রথম আসর। 

এছাড়া ১৯৬৮ সালের মে মাসে ফ্রান্সজুড়ে ছাত্র-শ্রমিকদের আন্দোলনের মুখে ব্যাহত হয় কান উৎসব।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি