ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারের কাছে ২১ কোটি টাকা চেয়েছে এফডিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ২৩ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

দেশের সব খাতেই করোনাভাইরাসের কারণে তৈরি হয়েছে সঙ্কট। এমন সঙ্কটে পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। তারা তাদের কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করতে পারেনি।   

তাই কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠানটি সরকারের কাছে ২১ কোটি টাকা অনুদান চেয়েছে।

এফডিসি অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘এফডিসি নিজস্ব তহবিল থেকে বেতন দিয়ে থাকে। এখন তহবিলে কোনো টাকা নেই। বর্তমান পরিস্থিতির কারণে কোনো আয় নেই। তাই গত মাস এবং চলতি মাসের বেতন দিতে অনুদানের প্রয়োজন।’

তিনি বলেন, সরকারের নিকট ২১ কোটি টাকা অনুদানের জন্য আবেদন করা হয়েছে। অর্থমন্ত্রণালয় কিছু তথ্য উপাত্ত চেয়েছে। সেগুলো পাঠানো হচ্ছে। আশা করি এই টাকা পেলে এমন সঙ্কটকালে কর্মকর্তা-কর্মচারিরা পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে।  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি