ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইরফানের মৃত্যুতে কাঁদছে বলিউড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ২৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস যেখানে মানুষের মধ্যে কষ্টের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে, সেখানে আরও দুঃসহ বেদনা নিয়ে হাজির হলো
অভিনেতা ইরফান খানের মৃত্যু। বলিউডের আজ মন ভাল নেই। মাত্র ৫৩ বছর বয়সেই চলে গেলেন ইরফান। তার
জন্য কাঁদছে বলিউড। বলছে, ‘তোমার তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না ইরফান!’

বুধবার সকালবেলায় ইরফানের দীর্ঘদিনের বন্ধু, পরিচালক সুজিত সরকার টুইটারে প্রথম জানিয়েছিলেন খবরটি। “প্রিয়
বন্ধু। তুমি যুদ্ধ করেছ, করেই গিয়েছ…করেই গিয়েছ…তোমার জন্য আমি গর্বিত। সুতপার (ইরফানের স্ত্রী) জন্য
সমবেদনা। তোমাকেও স্যালুট। লড়াইটা তো শুধু ইরফানের একার ছিল না”, সুজিতের ওই টুইটেই চমকে উঠেছিল
সেলেবমহল। নেটাগরিক থেকে সেলেবকুল প্রার্থনা করেছিলেন, খবরটা যেন মিথ্যে হয়।

মিথ্যে হয়নি। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না ইরফানের। অমিতাভ বচ্চন হতবাক
হয়ে গেলেন। ‘অসামান্য অভিনয়শৈলী। সিনেমা জগতে তাঁর এই শূন্যতা পূর্ণ করবে কে?’’ এমন প্রশ্ন রাখেন অমিতাভ।
‘পিকু’-তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। আজ কি হঠাৎ করেই তাঁর সঙ্গে কাটানো সেই শুটিং ফ্লোরের না বলা
গল্পগুলো বেশি করে মনে পড়ছে অমিতাভের?

বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অজয় দেবগণ শোকে মুহ্যমান। পরিণীতির মনে পড়ে যাচ্ছে ইরফানের সঙ্গে হওয়া
প্রতিটি আলাপচারিতার কথা। “সবচেয়ে ভাল, কুলেস্ট মানুষ ছিলে। তুমিই আসল যোদ্ধা। ভালবাসি তোমাকে’’,
লিখেছেন তিনি। অক্ষয় কুমার, রিচা চাড্ডা, আলি ফয়জল, রাধিকা আপ্তে— কারও যেন বিশ্বাসই হচ্ছে না ইরফান
আর নেই। এই তো সুস্থ হয়ে ফিরলেন, কামব্যাক করলেন ‘আংরেজি মিডিয়াম’ দিয়ে...কোথা থেকে কী হয়ে গেল,
বুঝে উঠতেই পারছে না বলি-মহল। 

তাপসী পান্নুর টুইটে বিষাদ চুঁইয়ে পড়ছে। তিনি বিশ্বাস করতে চান না খবরটা। নিজেই লিখছেন, ‘যে মুহূর্তে আমরা
ভেবে নিয়েছিলাম করোনা পরিস্থিতির থেকে খারাপ আর কিছুই হতে পারে না, ঠিক সেই মুহূর্তেই এ রকম একটা
খবর। বিশ্বাস করতে চাই না তুমি নেই। তোমার সৃষ্টি, তোমার কাজ দেখতে থাকব আর ভাবব এই তো, তুমি
আছ, ঠিক পাশেই।’’

জয়পুরের এক অখ্যাত কলোনিতে বেড়ে ওঠা ছেলেটির কিন্তু অভিনয়ে আসার কোনও কথাই ছিল না। হতে চেয়েছিলেন
ক্রিকেটার। সিকে নাইডু ট্রফিতে খেলার সুযোগ পেয়েও খেলেননি ইরফান। ভাগ্য বোধহয় অন্য গল্প লিখেছিল তাঁর
জন্য। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-য় পড়তে এলেন। থিয়েটার, সিরিয়াল, সিনেমা...তৈরি করলেন মাইলস্টোন। তাঁর
কাজের গুণমুগ্ধ ছিলেন কমল হাসানও। “আরও একটু বেশি দিন না হয় থাকতে পারতে”, আক্ষেপ করছেন তিনিও।
‘সালাম বম্বে’ থেকে ‘আংরেজি মিডিয়াম’, তাঁর প্রতিটি ছবি একে অন্যের থেকে আলাদা। টাইপকাস্ট করেননি নিজেকে।
তাঁর অভিনয় ক্ষমতা করতে দেয়নি তাঁকে। ডার্ক চরিত্র থেকে ‘পাই’-এর বড়বেলা, কিংবা আবার ‘আংরেজি
মিডিয়াম’-এ ‘গরিব’ হতে চাওয়া এক ‘অসহায়’ বাবার আর্তি...সবেতেই নিজের ছাপ রেখেছেন তিনি।

আর সে জন্যই পরিচালক কর্ণ জোহর লিখেছেন, “এক জন শিল্পীর সীমাবদ্ধতাকে প্রতি দিন, প্রতিটি ছবির মাধ্যমে
ছাপিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। সিনেমাকে সমৃদ্ধ করার জন্য তোমায় ধন্যবাদ।’’

গত শনিবারের কথা, জয়পুরে মারা যান ইরফানের মা। শোনা গিয়েছিল, লকডাউনের জন্য মুম্বই থেকে তিনি যেতে
পারেননি। কিন্তু বলিউডের অন্দরমহল বলছিল অন্য কথা। আবারও অসুস্থ তিনি। এ বার অবস্থা বেশ খারাপ, জানা
যাচ্ছিল এমনটাই। মঙ্গলবার কোকিলাবেন হাসপাতালে যখন তাঁকে ভর্তি করার খবর প্রকাশ্যে আসে, একযোগে প্রার্থনা
করছিল সাধারণ থেকে শিল্পী। এক বার জয়ী হয়েছেন, আবারও হবেন, এই আশায় যে মুহূর্তে বুক বাঁধছিল সবাই ঠিক
সেই সময়েই সুজিতের ওই টুইট।

‘সাত খুন মাফ’-এ একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়ঙ্কা-ইরফান। বিদেশে বসে প্রিয়ঙ্কাও আজ শোকস্তব্ধ। তাঁর ক্যারিশ্মায়
বুঁদ ছিলেন প্রিয়ঙ্কা, অকপটে স্বীকার করে নিয়েছেন একদা ‘মিস ওয়ার্ল্ড’। মন খারাপ কাজলেরও। অনুষ্কাও সামলাতে
পারছেন না নিজেকে। তিনি লিখছেন, “যুদ্ধ করেছিলেন। জেতা হল না। আমার অনুপ্রেরণা আপনি।’’ সোনম কপূর,
রবিনা টন্ডন, অনুপম খের- সবারই আজ মনে পড়ছে প্রিয় অভিনেতাকে। স্মৃতিচারণায় দ্রব হতে হতে কেউ টুইটে,
আবার কেউ বা ইনস্টাগ্রামে মনে করছেন একসঙ্গে কাটানো দিনের কথা।

সেই অর্থে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ নন, সিক্স প্যাক নেই, ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই, থাকার মধ্যে নিজেকে প্রমাণ করার খিদে
আর এক অসম্ভব সুন্দর অভিনয় ক্ষমতা। আর তার জেরেই রাজ করেছিলেন বলিউডে। শুধু বলিউড কেন?
‘জুরাসিক পার্ক ‘, ‘লাইফ অব পাই’-এর মতো হলিউডি ছবিগুলোতেও অভিনয় করে উজ্জ্বল করেছিলেন দেশের মুখ।
২০১৮-তে দুই ছেলে এবং স্ত্রী নিয়ে গড়ে ওঠা তাঁর সাজানো সংসারে ঝড় উঠেছিল।

টিউমার থেকে ক্যানসারে আক্রান্ত ইরফানের সুখী জীবন হয়ে উঠেছিল উথালপাথাল। সামলেই নিয়েছিলেন তিনি। পাশে
পেয়েছিলেন স্ত্রীকে। কিন্তু আর পারলেন না। পাড়ি দিলেন নতুন দুনিয়ায়। রেখে গেলেন তাঁর অসামান্য কিছু সৃষ্টি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি