ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মনোজ-মৌ’র বিয়ের ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৩০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা মনোজ প্রমাণিক ও সঞ্চালক মৌসুমী মৌ। দুজনই দুজনার স্থানে প্রতিষ্ঠিত শিল্পী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের কিছু যুগল ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ছবিতে দুজনকে বর-কনের সাজে দেখা গেছে। বর মনোজের পরনে দেখা গেছে কালো পাঞ্জাবি আর কনে মৌ’র পরনে লাল শাড়ি। দুজনেরই গলায় ফুলের মালা। ছবিগুলো ভাইরাল করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। 

রাত সাড়ে ৮টা নাগাদ চয়নিক ছবিগুলো পোস্ট করেন ফেইসবুকে। সেই সঙ্গে তিনি লেখেন- ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’ যা ট্যাগও করেন দুজনকে।

এরপর থেকে দুই তারকাকে শুভেচ্ছা জানান ভক্তরা।

অনেকেই ভেবেছেন সত্যি সত্যি বিয়ে করেছেন মনোজ ও মৌ। প্রথমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা চুপ থাকলেও পরে জানা যায়, নাটকের সেটে তোলা হয়েছে ছবিগুলো।

ঈদুল ফিতরের নাটকের জন্য সম্প্রতি বর-কনের সাজে সাজানো হয় মনোজ-মৌকে। আর সেই ছবিই প্রকাশ করেছেন নির্মাতা।

উল্লেখ্য, নাটকে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন মনোজ। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অপরদিকে মৌকে সবাই উপস্থাপক হিসেবে চিনলেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি