ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অনুষ্কা নায়িকা হলে অভিনয়ে রাজি বিরাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ১৯ মে ২০২০ | আপডেট: ১৮:০৪, ১৯ মে ২০২০

বিরাট কোহালি ও সুনীল ছেত্রী ভারতের দুই অধিনায়ক ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে আড্ডায় বসেছিলেন। রোববার ইন্টাগ্রাম লাইফ চ্যাটে ভারতীয় ক্রিড়াপ্রেমীদের বেশ ভিড় ছিল। বিরাট এবং সুনীল দু’জনেই জানিয়ে দেন, যত দিন খেলবেন, ফিটনেসের সঙ্গে কোনও আপস করবেন না। এছাড়াও দুজনের মধ্যে নানান রকম আলোচনা হয়।

আলাপচারীতার এক পর্যায়ে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক বিরাটকে প্রশ্ন করেন, নিজের বায়োপিকে তিনি অভিনয় করতে চাইবেন কি না।

কোহালি সাফ জানিয়ে দেন, যদি স্ত্রী অনুষ্কা শর্মা তাঁর সঙ্গে অভিনয় করতে রাজি হন, তবেই নিজের বায়োপিকে অভিনয় করবেন।

আরো জানান যে তাঁর জীবনে অনুষ্কা আসার পর থেকে কী ভাবে ইতিবাচক পরিবর্তন ঘটেছে। কোহলির কথায়, ‘‘প্রত্যেকের মধ্যেই অন্য একটি চরিত্র থাকে। কিন্তু তার মধ্যে থেকে সেই চরিত্র বার করে আনার জন্য বিশেষ কেউ জীবনে আসেন। আমার জীবনে সেই পরিবর্তন এনেছে অনুষ্কা। ওর কাছে কোনও গোপনীয়তা রাখার প্রয়োজন পড়ে না। সব কথা বন্ধুর মতো ভাগ করে নেওয়া যায়।’’ 

কোহালি আরও বলেন, ‘‘ওর সঙ্গে দেখা হওয়ার আগে আমি শুধু নিজেকে নিয়ে চিন্তা করতাম। কিন্তু ও জীবনে আসার পর থেকে অনেক কিছু বদলে গিয়েছে।’’

কোহালি ও সুনীল আলোচনা করছিলেন, কী ভাবে ছোটবেলায় বাসের টিকিট না কেটে যাতায়াত করতেন। বিরাট ও সুনীলের আড্ডার মাঝেই রণবীর সিংহ মন্তব্য করেন    ‘‘টিকিট ছাড়াই সফর করতেন দুই অধিনায়ক। এটা তো জানা ছিল না।’’ এমনকি কোহালি জানান, কী ভাবে ছোটবেলায় নর্দমায় বল পড়ে গেলেও তা কুড়িয়ে এনে খেলতেন।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি