ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদে ভালোবাসার দুই নাটক ‘প্রপোজ’ ও ‘আই লাভ ইউ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২০ মে ২০২০ | আপডেট: ২০:৪৫, ২০ মে ২০২০

ভালোবাসা কিছু সময়ের জন্য নয় এটি প্রতিটি মুহর্তের। প্রিয় মানুষকে সব পরিস্থিতিতেই ভালোবাসতে হয়। ভালোবাসার কোনো নির্দিষ্ট পরিসীমা নেই। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক 'আই লাভ ইউ'।

প্রেমের পূর্বশর্ত হলো প্রপোজ। প্রিয় মানুষকে প্রপোজ করতে গিয়ে বাধে নানান জটিলতা। কি সেই জটিলতা, কেনই বা এই জটিলতা? প্রপোজের এরকম অনেক প্রশ্ন পাওয়া যাবে ঈদের বিশেষ নাটক 'প্রপোজ' এ।

মাবরুর রশীদ বান্নাহ'র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই ঈদের বিশেষ দুটি নাটক।  ‌'আই লাভ ইউ' নাটকে অভিনয় করেছেন তাহসান খান, সায়লা সাবি সহ আরও অনেকে। আর 'প্রপোজ' নাটকে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, মাহিমা সহ আরও অনেকে। এবারের ঈদে এই নাটক দুটি দেখো যাবে 'লুমিনো পিকচার্স' এর ইউটিউব চ্যানেলে।  

মোশন রক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে নাটক দুটি প্রযোজনা করেছেন লুমিনো পিকচার্স এর কর্ণধার আর এইচ তানভীর। 

তিনি জানালেন, করোনা প্রাদূর্ভাবের কারণে এবারের ঈদের আয়োজন সীমিত আকারে করতে হচ্ছে। আমাদের এই নাটক দুটি  এ বছরের শুরুতে শুটিং করা। লুমিনো পিকচার্স সব সময়ই দর্শকদের নির্মল বিনোদন দিয়ে আসছে। সেই উদ্দেশ্যই আমাদের এই আয়োজন। আশা করছি সবার ভালো লাগবে ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি