ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফের মা হচ্ছেন মিথিলা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২১ মে ২০২০ | আপডেট: ২১:২১, ২১ মে ২০২০

(ছবি- সংগৃহীত)

(ছবি- সংগৃহীত)

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। নানা করণেই তিনি আলোচনায় থাকেন। বিচ্ছেদ, প্রেম, বিয়ে, কলকাতায় দিন যাপন সব মিলিয়ে আলোচনায় তুঙ্গে। এবার আলোচনায় রয়েছেন মা হওয়ার খবর নিয়ে। মিথিলা কি ফের মা হচ্ছেন! একটি ছবিতে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি গর্ভবতী।

মা হওয়ার খবরটি মূলত একটি নাটকের গল্পের। বাস্তবে তিনি মা হচ্ছেন না। আগামী ঈদে সন্তান সম্ভবা একটি মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’। এই ঈদে নাটকটি প্রচারিত হবে।

নাটকের গল্পে দেখা যাবে কয়েকজন দুষ্টু ছেলের মাথায় সব সময় দুষ্টুমি ভর করে। তারা এবার একটা অভিযানের পরিকল্পনা করে। আর তাদের পেছনে লাগে মিষ্টি কয়েকজন মেয়ে। এরপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।

নাটকটিতে অভিনয় করেছেন মিথিলা ছাড়াও মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠুসহ অনেকেই। নাটকটি এই ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি