ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনি-জাহ্নবীর বাড়িতে করোনার হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২২ মে ২০২০

Ekushey Television Ltd.

ভারতে চতুর্থ দফার লকডাউন চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণও। করোনার গ্রাস থেকে রক্ষা পাচ্ছেন না সেলিব্রেটিরাও। তাঁদের অন্দর মহলেও ঢুকে পড়ছে এই মারণ ভাইরাস।

বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের বাড়ির রান্নার লোক দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বনি কাপূর প্রেস বিবৃতিতে জানিয়েছিলেন, তাঁর বাড়ির এক রান্নার লোকও করোনায় আক্রান্ত। এ বার জানা গেল, এক জন নয়, বনি কাপূরের বাড়ির আরও দুই পরিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন। 

বনি এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করলেও মুম্বইয়ের ‘স্পটবয়’ ম্যাগাজিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওসিয়াড়া থানার ভারপ্রাপ্ত অফিসার দয়ানন্দ ভানগড় বনির আরও দুই পরিচারকের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।

হোম কোয়রান্টিনে থাকতে হচ্ছে কাপূর পরিবারকেও। ইতিমধ্যেই মুম্বইয়ের গ্রিন একর আবাসনে যেখানে বনি, জাহ্নবী থাকেন তা সিল করে দেওয়া হয়েছে।
রান্নার লোকের সংস্পর্শ থেকে কাপূর পরিবারে যাতে করোনা সংক্রমণ না হয়, আপাতত সেই কামনাই করছেন তাঁর অনুরাগীরা।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি