আম্ফানে বিধ্বস্ত বাংলার জন্য কাঁদছেন শাহরুখ
প্রকাশিত : ১৮:১৭, ২৩ মে ২০২০
পশ্চিমবঙ্গের নানা শহর ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত। পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে আম্ফানের ভয়াল থাবার চিহ্ন। আম্ফানে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, অনেক মানুষের মৃত্যুও হয়েছে। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে পশ্চিবঙ্গের অনেক সময় লাগবে।
শহরটির শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করা বলিউড বাদশা শাহরুখ খান কলকাতার এহেন অবস্থায় বেদনায় ভেঙে পড়েছেন । তিনি সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গ ও ওডিশার বিপর্যয়ে ।
বাংলার চারদিক জলে টইটুম্বুর, নেই বিদ্যুৎ, মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য লেগে গেছে হাহাকার৷
এ অবস্থা নিয়ে শুক্রবার শাহরুখ তার নিজস্ব টুইটার একাউন্টে লিখেছেন, 'বিধ্বংসী সাইক্লোন আম্ফানে বিপর্যস্ত বাংলা ও ওডিশা৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক৷ সাইক্লোন কবলিত মানুষগুলোর প্রতি আমার ভালোবাসা ও সমবেদনা৷'
তিনি আরও লেখেন, ' তারা প্রত্যেকে আমার আপন জন৷ তারা সবাই আমার পরিবারের মতো৷ ধ্বংসের এই খবরে আমার বুকটা ফাঁকা হয়ে গেছে৷ আমরা সবাই মিলে যতক্ষণ না আবার হেসে উঠছি, ততক্ষণ এই কঠিন সময়ে আমাদের শক্ত থাকতে হবে৷'
প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হেলিকপ্টারে পরিদর্শন করেছেন সাইক্লোন কবলিত এলাকা৷ দেখেছেন ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা তছনছ করে দিয়েছে৷ প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সাহায্যেরও ঘোষণা করেছেন৷
এসইউএ/এসি