ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বলিউডে শোকের ছায়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২৪ মে ২০২০

বরুণ ধাওয়ানের মাসির মৃত্যুতে বলিউডে আবারও শোকের ছায়া নেমে এসেছে। মাসির মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেতা। ‘বদ্রি কা দুলহনিয়ার’ অভিনেতা  ইনস্টাগ্রামে মাসির সঙ্গেই একটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশিই সেই ইনস্টা পোস্টে গায়িত্রী মন্ত্রও হিন্দিতে লিখেছেন বরুণ।

কিছু দিন আগেই বরুণ ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে, তাঁর নিকটস্থানীয় এক আত্মীয় করোনা আক্রান্ত। আর সেই সঙ্গে লকডাউনের বিধিনিষেধ পালন করতে বলেছিলেন সবাইকে। তার সঙ্গে আরো বলেছিলেন, ‘নিজের পরিবারে কেউ এমন রোগে আক্রান্ত হলেই তবে মানুষ বুঝতে পারেন, বাড়িতে থাকার গুরুত্ব কতটা।’

তবে তার মাসির কি কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি বরুণ।

অভিনেতা মাসির সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখছেন- ‘মাসি তোমাকে খুব ভালোবাসি!’  এরপরই সেই পোস্টে শোকবার্তা জানাতে থাকেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।

সোফি লিখলেন, ‘তোমার এই ক্ষতির জন্য ক্ষমা করো। পরিবারকে অনেক ভালোবাসা এবং সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

সোনম লিখছেন, ‘সরি বরুণ!’
এসইউএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি