ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ে করলেন নোবেল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২৬ মে ২০২০ | আপডেট: ২১:০৩, ২৬ মে ২০২০

Ekushey Television Ltd.

সমালোচনা তার নিত্য সঙ্গী। তিনি মাঈনুল আহসান নোবেল। একেক সময় একেক কথা বলে সমালোচনার তুঙ্গে উঠে আবার চুপ মেরে যান। অনেক দিন পর ফের আলোচনায় তিনি। র‌্যাব কার্যালয়ে গিয়ে শিল্পীদের নিয়ে মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ায় ক্ষমা চেয়ে এসেছেন। এর মাঝে খবর বের হলো নোবেল বিয়ে করেছেন।

জানা যায়, ২০১৯ সালের ১৫ নভেম্বর ৫ লাখ টাকা দেন মোহরে মেহরুবাকে বিয়ে করেন নোবেল। সেই বিয়ের কাবিন নামাও পাওয়া গেছে । কাবিননামায় দেখা যাচ্ছে, তার স্ত্রীর নাম মেহরুবা সালসাবিল। নোবেল বিয়ে করে সংসার শুরু করেছেন গত ৭ মাস আগেই ।

বর্তমানে নোবেল রাজধানীর নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে মেহরুবা সালসাবিলকে নিয়ে থাকছেন। নোবেলের্ বিয়ের বিষয় তার ঘনিষ্ঠজনেরা জানান। তবে কেউ নাম প্রকাশ করতে চান না। একজন এ বিয়েকে তৃতীয় বিয়ে বলে উল্লেখ করেন।

তার মতে, এটি নোবেলের তিন নম্বর বিয়ে। এর আগে রিমি নামের এক জনের সঙ্গে বিয়ে হয়। তবে সে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। মেয়েটি তাকে ডিভোর্স দেয়। এরপর নিজেদের আত্বীয় এর মধ্যেও একজনের সঙ্গে বিয়ে হলেও সেটিও টেকেনি।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি