ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লকডাউনে কাজ না থাকায় আত্মঘাতী অভিনেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২৭ মে ২০২০

Ekushey Television Ltd.

লকডাউনে শুটিং বন্ধ থাকায় হাতে কোন কাজ নেই। চোখের সামনে স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। এই সব সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন হিন্দি ধারাবহিকের চেনা মুখ প্রেক্ষা মেহতা। তার বয়স হয়েছিল মাত্র পঁচিশ বছর।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত্রে ইন্দোরে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।  তাঁর বাবা মঙ্গলবার সকালে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করে।

তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা"। হতাশা ছাড়াও অন্য কোন কারণও রয়েছে কিনা জানা যায়নি। তবে কেন তিনি আত্মহত্যা করলেন সে বিষয়ে অনুসন্ধান চলছে।

'ক্রাইম পেট্রল', 'লাল ইশক' এবং 'মেরি দুর্গা' ধারাবাহিকে কাজ করেছেন প্রেক্ষা।তিনি চলে যাওয়ায় বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি