ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লকডাউনে প্রিয়জনকে হারালেন তাপসী পান্নু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ৩১ মে ২০২০ | আপডেট: ১৯:২৫, ৩১ মে ২০২০

অভিনেত্রী তাপসী পান্নু

অভিনেত্রী তাপসী পান্নু

তাপসী পান্নুর পরিবারে লকডাউনের মধ্যেই এল দুঃসংবাদ। তাপসীর ঠাকুমার মৃত্যু হয়েছে।অভিনেত্রী নিজেই এ খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তাপসী তার ঠাকুমাকে 'বিজি' বলে ডাকতেন। বিজি একটি পাঞ্জাবি শব্দ।যার অর্থ ঠাকুমা।

তাপসী সোশ্যাল মিডিয়ায় গুরুদুয়ারাতে মৃত ঠাকুমার জন্য প্রার্থনার একটি ছবি শেয়ার করেছেন। তাপসী লিখেছেন, ''আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের পরিবারের আগের প্রজন্মের মানুষটি। কিন্তু আমাদের মধ্যেই সব সময় বেঁচে থাকবেন বিজি ।'' 

তাপসীর পোস্টে অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ''তোমার পরিবারের পাশে থাকুন ঈশ্বর ।'' কেউ আবার লিখেছেন, ''তোমার মৃত ঠাকুমার আত্মার শান্তি কামনা করি।''  এই পরিস্থিতিতে  মুম্বইয়ে লকডাউনের বোনের সঙ্গে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তাপসী। 

তিনি বলেন, ''বাবা-মা কোনও কনটেইনমেন্ট জোন এলাকাতে বসবাস করছেন না এটা ভেবে শান্তিতে আছি। কারণ, আমার বাবা-মা দুজনেই ষাটোর্ধ্ব। বাবা কাজ থেকে অবসর নিয়েছেন। আর মা হাউস গৃহকর্তী। বেশিরভাগ সময়ই তাঁরা বাড়িতেই থাকেন, হয়তবা একটু হাঁটতে যান, গুরুদুয়ারাতে যান কিংবা  বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে যান । তাই লকডাউন চলাকালে ওনাদের বিশেষ সমস্যা হবে না। হবে আমাদের।''

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি