ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নুসরাত ফারিয়ার বাগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ৮ জুন ২০২০ | আপডেট: ০০:২৫, ৯ জুন ২০২০

ইফতেখার আলমের সঙ্গে নুসরাত ফারিয়া- ইনস্টাগ্রামের সৌজন্যে

ইফতেখার আলমের সঙ্গে নুসরাত ফারিয়া- ইনস্টাগ্রামের সৌজন্যে

বাংলা চলচ্চিত্রের আবেদনময়ী নায়িকা নুসরাত ফারিয়া। এখন চিরস্থায়ী গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রেমিকের সঙ্গে। ইফতেখার আলমের সঙ্গে গত পহেলা মার্চ আংটি বদল করেছেন তিনি। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে চলেছেন তারা। সম্প্রতি আংটি বদলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নুসরাত। 

নুসরাত ফারিয়া জানান, ইফতেখার আলমের সঙ্গে সাত বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। করোনা শেষ হলেই অনুষ্ঠান হবে। 

করোনা মহামারী কেটে গেলেই বিয়ের পিঁড়িতে বসবেন হালের এ নায়িকা। রেডিও জকি এবং উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে ফারিয়ার অভিষেক ঘটে। 

এরপর একে একে ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত। গেল ৬ মার্চ সাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিটি তার মুক্তি লাভ করে। 

এমএস/এসি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি