ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

একসঙ্গে নাচলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১০ জুন ২০২০ | আপডেট: ১৬:২৯, ১০ জুন ২০২০

অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন একসঙ্গে নাচছেন। টলিউডের তারকা জুটির সেই ভিডিয়ো ভক্তদের সামনে আসতেই, তারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

'ফাগুন বউ' ঐন্দ্রিলা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেন। সেখানেই অঙ্কুশের সঙ্গে তাঁকে জমিয়ে নাচতে দেখা যায়। নাচের তালিমের মাঝে দেখা যায় কখনও অঙ্কুশকে থামতে আবার কখনও ঐন্দ্রিলাকে। তবে তাঁরা তা স্পষ্ট করে দেন যে, কোনও কিছুতেই দমে যেতে রাজি নন। অঙ্কুশ, ঐন্দ্রিলা  কোয়ারেন্টিনে থাকার সময় যখন একের পর এক ভিডিয়ো নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করছেন, তখন তাঁদের নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দর্শকদের নজর কাড়ে।

এদিকে সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তথা অঙ্কুশের 'বিবাহ অভিযানের' সহ অভিনেত্রী নুসরত ফারিয়ার বাগদানের খবর প্রকাশ্যে আসে। নুসরত ফারিয়ার আংটি বদলের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছা জানান ঐন্দ্রিলা সেন।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি