ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা কেড়ে নিল আনোয়ারার ভাইকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ১৩ জুন ২০২০

অভিনেত্রী আনোয়ারা

অভিনেত্রী আনোয়ারা

Ekushey Television Ltd.

কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অভিনেত্রী আনোয়ারার এক মাত্র ভাই হুমায়ূন কবির মারা গেছেন। আজ শনিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান বলে আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি নিশ্চিত করেছেন।

হুমায়ূন রাজধানীর মগবাজারের বাসিন্দা। গেল সপ্তাহে তিনি করোনা পজেটিভ হন। এরপর হাসপাতালে ভর্তি হন। রুমানা রাব্বানী বলেন, ‌‘প্রায় এক সপ্তাহ আগে মামার করোনা শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ আমাদের ছেড়ে বিদায় নিলেন তিনি। মামার মৃত্যুতে ম ভেঙে পড়েছেন। সবাই আমার মামার জন্য দোয়া করবেন।’

এর কয়েক বছর আগে হুমায়ূন কবিরের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এবং তিনি  ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বলে জানান রুমানা রাব্বানি। রুমানা বলেন, ‘ছোট ভাইয়ের মৃত্যুতে তার মা (আনোয়ারা) ভেঙ্গে পড়েছেন।’ পাঁচ বোনের মধ্যে আনোয়ারার একমাত্র ভাই ছিলেন হুমায়ূন কবির। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি