ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় অস্কার উৎসব পেছালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ১৬ জুন ২০২০

রূপালি জগতের অসাধারণ পেশাদার পরিচালক, অভিনেতা এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয় অস্কার পুরস্কারের মাধ্যমে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি ছিল অস্কার আয়োজনের তারিখ। তা করোনার জন্য দুই মাস পিছিয়ে এ আয়োজন হবে ২০২১ সালের ২৫ এপ্রিল। সোমবার (১৫ জুন) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে। 

প্রতিবছরই প্রদান করা হয় একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার অস্কার। কিন্তু ৯৩তম অস্কার আয়োজন অনুষ্ঠানটি বৈশ্বিক করোনাভাইরাসের কারণে পেছানো হয়েছে। 

এই একাডেমি ঘোষণা করেছে- করোনা মহামারির কারণে দুই মাসের জন্য পিছিয়ে যাচ্ছে ৯৩তম অস্কারের আয়োজন। সবার কথা চিন্তা করে দুই মাস পিছিয়ে ২০২১ সালের ২৫ এপ্রিল নির্ধারণ করেছে।

এছাড়া ৯৩তম অস্কারে মনোনয়নের জন্য মুক্তি পাওয়া চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমায়ও পরিবর্তন এসেছে। ফিচার ফিল্ম   ক্যাটাগরিতে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো জমা দেওয়া যাবে। বিশেষায়িত চলচ্চিত্রের ক্ষেত্রে ১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং মৌলিক চলচ্চিত্র ক্যাটেগরিতে ২০২১ সালের ১৫ জানুয়ারির  মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো জমা দেওয়া যাবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি