ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আত্মহত্যা করেছেন হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

আত্মহত্যা করেছেন হলিউডের খ্যাতনামা লেখক-প্রযোজক স্টিভ বিং। ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। 

‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি। সমাজের উন্নয়নমূলক কাজেও অংশ গ্রহণ ছিল তার। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। স্টিভের দুই সন্তান রয়েছে।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা’র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে তিনি হতাশ হয়ে পড়েন। সোমবার (২২ জুন) সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, লকডাউনের আগে থেকেই মানসিক অস্থিরতায় ভুগছিলেন স্টিভ বিং। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় হলিউডে শোকের ছায়া নেমেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি