ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুশান্তের মৃত্যুর ভিডিও নিয়ে প্রশ্ন স্বস্তিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৬ জুন ২০২০ | আপডেট: ১৮:৪৩, ২৬ জুন ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর পুলিশ অভিনেতার ঘরে ঢুকে তদন্ত শুরু করেছে। সুশান্তের দেহ রয়েছে বিছানার উপর পড়ে। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি, ভাইরাল হয়েছে। এই ছবি বা ভিডিয়ো কীভাবে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে পারে? অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার তা নিয়ে সরব। স্বস্তিকা গোটা ঘটনায় মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ''সুশান্তের ঘরের ছবি ইউটিউবে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে , যেখানে সুশান্তের মৃত্যুর পর পুলিশ আধিকারিকদের তাঁর ঘরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এটার অর্থ ওই সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করছিলেন। মুম্বই পুলিশ কেন ওই ব্যক্তিকে গ্রেফতার করছেন না? আর ইউটিউব থেকে ভিডিয়োগুলো কেন তুলে নেওয়া হচ্ছে না?''

প্রসঙ্গত, 'অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও দিল বেচারা ছবিতে, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা যাবে। তবে এটাই প্রথম নয়, এর আগে 'ডিটেক্টিভ ব্যোমকেশ' ছবিতেও সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন স্বস্তিকা।

এসইউএ/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি