ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভূতুড়ে বিদ্যুৎ বিলে অবাক জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৩০ জুন ২০২০ | আপডেট: ১৫:১৮, ৩০ জুন ২০২০

এবার ভূতুড়ে বিদ্যুৎ বিলের কবলে অভিনেত্রী জয়া আহসান। তার বাসার বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫ শত টাকা। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে জয়া তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি লেখেন—বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেওয়ার।

বিষয়টি নিয়ে জয়া আহসান বলেন— এর আগেও ১৬ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছিল। নরমালি আমার বিল আসে ৫-৭ হাজার টাকা। এবার এত বেশি আসছে কেন তা বুঝতে পারছি না।

প্রসঙ্গত, জয়া আহসান সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছেন তিনি। সেখানেও পেয়েছেন নানা সম্মাননা। দুই বাংলাতে সমান তালে কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি