ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুশান্তের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ, মুম্বাইকে বিদায় জানালেন সঞ্জনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২ জুলাই ২০২০ | আপডেট: ১৮:০৪, ২ জুলাই ২০২০

মঙ্গলবার অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘিকে কয়েক ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের পর বুধবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র সহঅভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি  মুম্বাই ছেড়ে দিল্লি রওনা হন। মুম্বাই বিমানবন্দরে হাজির হয়ে বাণিজ্য নগরীকে বিদায় জানান সঞ্জনা। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করে, মুম্বাইকে বিদায় জানান দিল বেচারের সঞ্জনা।  

শুধু তাই নয়, সঞ্জনা আর মুম্বাইতে ফিরবেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলে দিয়ে যান নিজে থেকেই।

পুলিসি জিজ্ঞাসাবাদের পরদিন সঞ্জনা সঙ্ঘি মুম্বাই বিমানবন্দরে হাজির হন। তিনি সেখানে হাজির হয়ে জানান, ফের দিল্লিতে ফিরে যাচ্ছেন তিনি। তিনি জানান ৪ মাস পর মুম্বাইয়ের সঙ্গে তাঁর দেখা হবে আবার দেখা নাও হতে পারে। সঞ্জনার ওই পোস্ট দেখেই গুঞ্জন শুরু হয়। দিল বেচারা আগামী ২৩ জুলাই ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে। সিনেমা মুক্তির আগেই আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের চলে যাওয়ার পর এবার মুম্বাই ছাড়লেন সঞ্জনা।

এসইউএ/এসসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি