ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাথায় গিরগিটি নিয়ে ঘুরছেন সালমান খান! ভাইরাল ভিডিয়ো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৯, ৩ জুলাই ২০২০

বলিউড ভাইজান সালমান খান লকডাউন শুরু হওয়ার পর থেকেই পানভেলের বাগান বাড়িতেই সময় কাটাচ্ছেন। বাগান বাড়িতে বসে কখনও মিউজিক ভিডিয়োর শ্যুট করছেন, আবার কখনও অসহায় মানুষদের জন্য রেশন পাঠানোর ব্যবস্থা করছেন। সবকিছু মিলিয়ে সালমানের দিন কাটছে এখন বেজায় ব্যস্ততায়। 

সম্প্রতি সালমান খানের পানভেলের বাগান বাড়ি থেকে মুম্বাইতে বন্ধুর কাছে ফেরেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিন বাগান বাড়ি ছাড়লেও, সালমানের সঙ্গে রয়েছেন তাঁর বিশেষ বান্ধবী ইউলিয়া ভন্তুর। সম্প্রতি ইউলিয়া বেশ কয়েকটি ভিডিয়ো শেয়ার করেন সেখানকার। এবার সালমানের বাগান বাড়ির পোষ্য গিরগিটির ছবি, ভিডিয়ো শেয়ার করলেন ইউলিয়া।

যেখানে এক ব্যক্তির মাথায় চড়ে একটি গিরগিটিকে বেজায় আনন্দ করতে দেখা যায়। ওই ব্যক্তির মুখ দেখা না গেলেও, ক্যামেরার পিছনে সালমান খানই রয়েছেন বলে ভক্তদের মত।

দেখুন সেই ভিডিয়ো...

ভিডিয়ো শেয়ার করেন ইউলিয়া 

 

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি