ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গালওয়ানের জওয়ানদের লড়াই নিয়ে ছবি বানাবেন অজয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৪ জুলাই ২০২০ | আপডেট: ১৭:২৬, ৪ জুলাই ২০২০

ভারতীয় জওয়ানরা গালওয়ান উপত্যকায় যে লড়াই করেছেন তাকে কুর্ণিশ জানিয়ে অজয় দেবগন ছবি তৈরি করবেন বলে জানিয়েছেন।

গালওয়ান উপত্যকায় চীনের নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে যে ২০ জন জওয়ান শহিদ হন, তাঁদের প্রত্যেকের লড়াইকে তুলে ধরতেই সিনেমা তৈরি করবে অজয় দেবগনের প্রযোজনা সংস্থা। 

তবে গালওয়ান উপত্যকা নিয়ে যে সিনেমা তৈরি হবে, অজয় দেবগণ তাতে অভিনয় করবেন কি না, এখনও পর্যন্ত সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেতা। ছবির শ্যুটিং কবে থেকে শুরু হবে, অজয় দেবগন সে বিষয়েও কিছু জানাননি। তবে চীনা সেনার চোখে চোখ রেখে ভারতীয় জওয়ানরা যেভাবে লড়াই চালিয়ে দেশরে জন্য শহিদ হন, সিনেমায় সেই ছবিই তুলে ধরা হবে এমনটাই বলেছেন অজয়।

এসইউএ/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি