ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুশান্তের সম্মানে ইমরানের গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে অকালে হারিয়ে কাঁদছেন তার ভক্ত অনুরাগীরা। মৃত্যুর শোক যেন কাটছেই না। গত ১৪ জুন তার বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। আত্মহত্যার ঘটনায় বিশ্বেজুড়ে নানা আলোচনা চলছে। তাঁর স্বরণে নানা জনে নিয়েছেন নানান উদ্যোগ।

বাংলাদেশের কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবার বলিউডের এই জনপ্রিয় অভিনেতার স্মরণে তারই অভিনীত ‘ছিচোরে’ ছবির খেরিয়াত’ শিরোনামের গানটি কাভার করেছেন। গানটি এরই মধ্যেই ৪ লাক্ষাধিক ভিউ হয়েছে। ইমারানের এমন ট্রিবিউটে সুশান্তের ভক্তরা অনেক খুশি হয়েছেন। এই গায়কের গানের প্রসংশা করে অনেকেই কমেন্ট করছেন। ভারতের অনেক সংগীত প্রেমীরাও ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সব মিলিয়ে গানটি এখন আলোচনায়। শুক্রবার (৩ জুলাই)  ইমরান তার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন।  

নীতেশ তিওয়ারি পরিচালিত ও টি-সিরিজ প্রযোজিত ‘ছিচোরে’র ‘খেরিয়াত’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। অমিতাভ ভট্টাচার্যের কথায় গানটির সুর করেছিলেন প্রীতম।

এসইউএ/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি