ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাজশাহীতে সমাহিত করা হবে এন্ড্রু কিশোরকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৩, ৬ জুলাই ২০২০

খ্যাতিমান কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ সমাহিত হবে রাজশাহীতেই। তবে তার দুই ছেলে অস্ট্রেলিয়া থেকে রাজশাহীতে ফেরার পরেই নগরীর শ্রীরামপুর এলাকায় খ্রিস্টানদের সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে। এরই মধ্যে তার দুই ছেলে বাবার মৃত্যুর সংবাদ শুনে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছে তার বন্ধু ও রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. দ্বিকেন্দ্রনাথ দত্ত।

তিনি জানান, এন্ড্রু কিশোরকে নগরীর শ্রীরামপুর এলাকায় সমাধি করা হবে। তবে তার দুই ছেলে অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে। এই সময় পর্যন্ত লাশ রাখা হবে রামেক হাসপাতালের হিমঘরে। জানা গেছে, এন্ড্রু কিশোরের বাবার নাম ক্ষিতিশ চন্দ্র বাড়ই। মায়ের নাম মিনু বাড়ই এবং স্ত্রীর নাম লিপিকা এন্ড্রু।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি