ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুশান্তের মৃত্যুতে পুলিশের নজরে আরও এক অভিনেত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এখনো কোনো সুরাহা করতে পারেনি পুলিশ। তদন্তে এবার আরও এক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। নিজেকে সুশান্তের বন্ধু পরিচয় দিয়ে কাই পো অভিনেতার শেষকৃত্যেও হাজির হন ওই অভিনেত্রী। 

শুধু তাই নয়, ওই অভিনেত্রীর তথ্যের প্রেক্ষিতেই বেশ কয়েকজন সাংবাদিক কয়েকটি খবর প্রকাশ করেন। তদন্ত চলাকালীন তাঁদের এই তথ্য কে সরবারহ করলেন, পুলিশের এই প্রশ্নের উত্তরে সাংবাদিকরা ওই অভিনেত্রীর নাম করেন বলে খবর।

সুশান্ত সম্পর্কে এইসব তথ্য ওই অভিনেত্রী কোথায় পেলেন এবং তিনি কেন তা সাংবাদিকদের দিলেন, তা নিয়ে প্রশ্ন করা হতে পারে বি টাউনের ওই সেলেবকে। শিগগিরই ওই অভিনেত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে বলে জানা গেছে। সুশান্তের মৃত্যুর পর তাঁর সম্পর্কে ওইসব তথ্য সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়ার পিছনে অভিনেত্রীর কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

প্রসঙ্গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি