ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলে গেলেন বলিউড নির্মাতা হরিশ শাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বলিউডের বর্ষীয়ান পরিচালক-প্রযোজক হরিশ শাহ (৭৬) আর নেই। তিনি দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (০৭ জুলাই) মুম্বাইয়ের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন হরিশ শাহের ভাই বিনোদ শাহ। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ১০ বছর ধরে গলার ক্যানসারে আক্রান্ত ছিলেন হরিশ। কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেলেন তিনি।

মঙ্গলবার বিকেলেই মুম্বাইতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে তার বিদায়ে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ উপস্থিত হতে পারেনি। 

এদিকে তার মৃত্যুর খবরে বলিউড তারকারা শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বলিউডে হরিশ শাহ’র যাত্রা হয় প্রযোজক হিসেবে। ‘মেরে জীবন সাথি’, ‘কালা সোনা’, ‘রাম তেরে কিতনে নাম’র মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি।  

১৯৮০ সালে পরিচালক হিসাবে কাজ শুরু করেন হরিশ শাহ। তার প্রথম সিনেমা ঋষি কাপুর-নীতু কাপুর অভিনীত ‘ধন দৌলত’। ধর্মেন্দ্র ও শক্রঘ্ন সিনহা অভিনীত ‘জলজলা’ সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি