ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘যমজ সন্তানকে হত্যার হুমকি, শুধুই কাঁদছেন করণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৮ জুলাই ২০২০ | আপডেট: ১৮:০৫, ৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

বলিউডে 'স্বজনপোষণ' নিয়ে বিতর্ক চলছেই। আর এর সবচেয়ে বেশি শিকার করণ জোহর। সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণের মুখে পড়েছেন করণ। মিলেছে একের পর এক হুমকি। আর এতেই নাকি করণ মানসিকভাবে বিপর্যস্ত বলে জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ এক বন্ধু।

'বলিউড হাঙ্গামা'র প্রতিবেদন অনুসারে করণের ঘনিষ্ঠ বন্ধু জানাচ্ছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়ার ঘটনা করণের কাছে নতুন নয়। ও ভেবেছিল এধরনের আক্রমণের কথা শুনতে শুনতে ওর চামড়া মোটা হয়ে গিয়েছে। তবে সুশান্তের মৃত্যুর পর ওকে প্রতিনিয়ত যেভাবে জঘন্য আক্রমণের মুখ পড়তে হচ্ছে, তাতে ও ভেঙে পড়েছে। আর শুধু করণই নয়, করণ ঘনিষ্ঠ সকলকেই আক্রমণের মুখ পড়তে হচ্ছে, আর এতেই ও অপরাধবোধে ভুগছে। এমনকি করণের ৩ বছরের দুই জমজ সন্তানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। অনন্যা পান্ডে, যাঁর সঙ্গে সুশান্তের কোনও যোগাযোগই নেই, তাঁকেও আত্মহত্যা করতে বলা হচ্ছে।’

করণ কি সুশান্তকে নিয়ে কোনও বক্তব্য রাখবেন? এর উত্তরে বলিউডের পরিচালক, প্রযোজকের বন্ধু বলেন, ‘কখনওই নয়, ওকে আইনজীবী পরামর্শ দিয়েছেন, এই সময় চুপ থাকাটাই ভালো। আর তাছাড়া করণ এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতেই নেই। ও লড়াই করার ক্ষমতা হারিয়েছে। ও নিয়তির পরিহাসের শিকার। যখন আমি ওকে ফোন করেছিলাম, ও কান্নায় ভেঙে পড়েছিল। ও ক্রমাগত কাঁদছে আর প্রশ্ন করছে ও এসবের কি যোগ্য?’

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর লাগাতার আক্রমণের মুখে পড়ে টুইটারে তিন তারকা বাদে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, অনন্যা পান্ডে সহ বাকি সকলকেই আনফলো করে দিয়েছেন করণ জোহর পাশাপাশি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের এর বোর্ড থেকে ইস্তফাও দিয়েছেন করণ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি