ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার চলে গেলেন বলিউড অভিনেতা জগদীপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ৯ জুলাই ২০২০

ঋষি কাপুর, ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বলিউডে আরও এক নক্ষত্রের পতন ঘটেছে। এবার মারা গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে তিনি নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জগদীপের আসল নাম সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তবে তাকে জগদীপ নামেই বেশি চিনত মানুষ। তার দুই দুই ছেলে জাভেদ জাফরি ও নাভেদ জাফরি।

প্রায় ৪০০ হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ‘শোলে’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘নাগিন’সহ একাধিক চলচ্চিত্র।

তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন। এদের মধ্যে জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ আরও অনেক তারকা টুইট করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তার মৃত্যুর পরদিনই মৃত্যু হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের। এরপর চলে গেলেন সুশান্ত সিং। আর এবার বিদায় নিলেন জগদীপ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি