ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আদালত থেকে রেহাই পেলেন সালমান, করণ ও সঞ্জয় লীলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৯ জুলাই ২০২০

সুশান্ত মৃত্যু মামলা থেকে বিহারের মজফফরপুর আদালত রেহাই দিল সলমন খান, কর্ণ জোহর, সঞ্জয় লীলা ভন্সালীকে। ১৪ জুন ‘রাবতা’ স্টারের মৃত্যুর কারণ হিসেবে ‘নেপোটিজম’ বা ‘স্বজনপোষণ’কে কাঠগড়ায় তুলতেই উঠে আসে এই তিন তারকা পরিচালক, প্রযোজক, অভিনেতার নাম। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁদের হস্তক্ষেপে সাত মাসে সুশান্ত ছ’টি ছবির কাজ হারান।

এরপর স্থানীয় আইনজীবী সুধীর কুমার ওঝা সেই অভিযোগের ভিত্তিতেই সলমান, কর্ণ আর সঞ্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার, মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, বিষয়টি আদালতের এক্তিয়ারের বাইরে। একই সঙ্গে সুধীর ওঝার দায়ের করা মামলা খারিজ করে দেয় ।  

সুশান্ত সিংহের মৃত্যুর তিন দিন পরে যখন বলিউড ফুঁসছে স্বজনপোষণের বিরুদ্ধে তখনই বিহারের ভূমিপুত্রের অকালমৃত্যুর বিচার চেয়ে এই মামলা দায়ের হয়। যার অন্যতম সাক্ষী হিসেবে কঙ্গনা রানাউতের কয়েকটি টুইট আইনজীবী আদালতে পেশ করেন। ওই সময় কঙ্গনা বলিউডের অন্যায় আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন টুইটে। শোনা গিয়েছিল প্রয়োজনে তাঁকে ডাকা হবে আদালতে।

যদিও মামলা খারিজ হওয়ার খবরে তিন তারকার তরফে কেউ মুখ না খুললেও আইনজীবী ওঝা জানিয়েছেন, “আমি জেলা আদালতের সামনে সিজেএম-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাব। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে কষ্ট পাচ্ছে বিহার। সুশান্তের অসময়ে চলে যাওয়ার জন্য যাঁরা দায়ী, শাস্তি তাঁদের পেতেই হবে।”

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি