ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কন‌্যাসন্তানের মা হলেন অভিনেত্রী তাসনুভা এলভিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ১০ জুলাই ২০২০

মা হলেন লাক্স তারকা অভিনেত্রী তাসনুভা এলভিন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নগরীর একটি হাসপাতালে কন‌্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।

নতুন অতিথির আগমনে ভীষণ খুশি এলভিন। এ অভিনেত্রী বলেন, আল্লাহর রহমতে কন‌্যাসন্তানের মা হয়েছি। প্রতিটি নারীর কাছে এটি অন্যরকম এক অনুভূতি। সবাই আমাদের জন‌্য দোয়া করবেন।

উল্লখ্য, ২০১৭ সালের ২৬ মার্চ ভালোবেসে ফাহাদ রিয়াজীর সঙ্গে ঘর বাঁধেন তাসনুভা। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি তাদের প্রথম সন্তান।

২০১০ সালে লাক্স প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসুনভা এলভিন। তারপর নাম লেখান বিজ্ঞাপন ও নাটকে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কাচের পুতুল’, ‘খানদানি মঞ্জিল’, ‘মিস্টার টেনশন’ প্রভৃতি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি