ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় অভিনেতা স্বপন সিদ্দিকীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ১০ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে উপস্থাপক আনজাম মাসুদ গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ বেশি অসুস্থতা বোধ করলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। তার মৃত্যুতে শোকাহত।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক সাংবাদিকদের বলেন, ‘তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। আমরা আইসিইউর জন্য চেষ্টা করছিলাম। কিন্তু ঢাকা মেডিকেলে কোনো আইসিইউ খালি ছিল না। আজ সকাল থেকে অন্য একটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম। এমন অবস্থায় তিনি ১২টার দিকে মারা যান।’

স্বপন সিদ্দিকী অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি