ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাবা-স্বামীসহ কোয়েল করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ১০ জুলাই ২০২০

মল্লিক পরিবারে এবার করোনার থাবা। অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক করোনায় আক্রান্ত হলেন। শুধু তাই নয়, কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাঁদের। 

শুক্রবার কোয়েল নিজেই টুইট করে এ কথা জানান। তিনি লেখেন, ‘মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে আছ।’ 

মল্লিক পরিবারের  ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, পরিবারের সদস্যদের মধ্যে বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। দিন দু’য়েক আগে পরীক্ষার জন্য তাঁদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। গত ৫ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর পর থেকে বাবা-মা’র সঙ্গেই ছিলেন অভিনেত্রী। বাড়িতেই করোনা সংক্রান্ত নিয়ম মেনে চলছিলেন। তা সত্ত্বেও এই খবরে মন খারাপ কোয়েল-রঞ্জিত অনুরাগীদের। তাঁদের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছেন নেটাগরিকরা। 

এসইউএ/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি