ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সপরিবারে করোনায় আক্রান্ত অভিনেত্রী তমা মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১১ জুলাই ২০২০

সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ঠজন কেউই করোনার হাত থেকে রেহাই পাচ্ছে না। বাদ নেই দেশের শোবিজ অঙ্গনেও। সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তমা মির্জা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তমা মির্জা বলেন, বাবা ও পারিবারিক ড্রাইভার ১০ দিন আগে করোনায় আক্রান্ত হন। আর ছোট ভাইয়ের শরীরে ৭ দিন আগে করোনা শনাক্ত হয়। এরপর মায়েরও করোনা পজিটিভ আসে। কয়েকদিন ধরে আমার শরীরেরও উপসর্গ দেখা দিলে টেস্ট করাই। শুক্রবার (১০ জুলাই) সকালে আমারও করোনা রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, সপরিবারে করোনায় আক্রান্ত হলেও মনোবল শক্ত রেখে প্রত্যেকেই বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে তার ড্রাইভার এবং ছোটভাই সুস্থ হয়ে উঠছেন। এই পরিস্থিতিতে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি